Neonatal And Child

নবজাতক ও শিশু

শিন-শিন জাপান হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগটি শিশু ও কিশোরদের স্বাস্থ্যসেবা সরবরাহ করে থাকে। আমাদের রোগীদের উন্নত মানের সেবা প্রদানের লক্ষ্যে এই বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশেষজ্ঞরা অত্যন্ত অভিজ্ঞ, তারা সুনিপুণ দক্ষতার সাথে শিশুদের সুরক্ষা এবং নিবিড় পরিচর্যা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ যত্নশীল। শিশুর জন্মের শুরু থেকে বেড়ে ওঠার বছরগুলিতে আমরা টিকা এবং ব্রেস্ট ফিডিং সেবা থেকে শুরু করে, শিশুর জরুরী সেবা নিশ্চিত করে থাকি । জটিল সমস্যায় ভোগা নবজাতকদের আরও উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয় নিওনেটাল আই সি ইউ এর মাধ্যমে। আমাদের লক্ষ্য হ'ল সুস্থতার জন্য অনুকূল পরিবেশ বজায় রাখা। এবং আমাদের কর্মীদের কাজের প্রতি দায়িত্বশীলতা রোগীদের কাছে তাদের আস্থার জায়গা নিশ্চিত করা।