ভ্যাকসিনেশন

শিন-শিন জাপান হাসপাতালের ভ্যাকসিনেশন বিভাগে বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেয়া হয়। প্রতিষেধক হচ্ছে কোন ভাইরাসকে চূড়ান্তভাবে শেষ করার একমাত্র অবলম্বন। বিশ্ব সাস্থ্য সংস্থা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শিশু জন্মের পর পরই ৬ টি মারাত্মক রোগের টিকা নিশ্চিত করে থাকে। তবে ঐ ৬ টি টিকা ছাড়াও আরও কিছু জীবন রক্ষাকারী টিকা আমাদের সকলেরই নিয়ে রাখা উচিত।

এখানে, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, যক্ষা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা-বি, হাম ও রুবেলা ইত্যাদি রোগের টিকা যেমন: বি সি জি টিকা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, (ডি পি টি হেপাটাইটিস- বি, হিব), এম আর টিকা, এবং হামের টিকা প্রয়োগ করা হয়।

বিশেষজ্ঞ ডাক্তার