হাসপাতাল সেবাসমূহ
PICU পুরো কথা Pediatric Intensive Care Unit. এককথায় বলতে পারেন বাচ্চাদের ICU । একটি ত্রিস্তরীয় (TERTIARY CARE HOSPITAL) হাসপাতালে মোট শিশুবিভাগে যত গুলো বেড থাকে তার ৫ – ১০ শতাংশ বেড PICU তে থাকে। এর মধ্যে থাকে হার্ট ও শ্বাস প্রশ্বাস পরিমাপন যন্ত্র, ECG মেশিন, শরীরে অক্সিজেন পরিমাপন যন্ত্র, মেকানিক্যাল ভেন্টিলেটর ইত্যাদি। যারা shock স্টেজে আছে, যাদের শ্বাস কষ্ট আছে, মৃগী জাতীয় কোনো রোগ বা খিচুনি হচ্ছে, কিডনি বা লিভার কাজ করছে না, শরীরে সোডিয়াম পটাসিয়াম গ্লুকোজ এর মাত্রা ঠিক নেই তাদের জন্য রয়েছে পি আই সি ইউ ব্যবস্থা ।
17, 24 and 36 Garib-e-Newaj Avenue, Sector-11, Uttara
Dhaka-1230, Bangladesh
Copyright © 2025 - Designed and Developed by SIMEC System Ltd.